সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন ছাদেককে উপজেলার কানিশাইল ভারেরা গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বাদ জোহর ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাঠে প্রয়াত এই জননেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের জেলা সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
আমির উদ্দিন ছাদেক সোমবার রাত ১০টায় সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply