‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। না, আমরা কেউ এ দিনটিকে ভুলতে পারিনা। পারিনা এ জন্যে যে, একুশে ফেব্রুয়ারি আমাদের অস্তিত্বের স্মারক। আত্মপরিচয়ের প্রথম স্ফূরণ। একুশ মানে অপরাজেয় অ আ ক খ। একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদেরকে মাথা উঁচু করে পথ চলতে সাহস যোগায়।
অন্তরজুড়ে একুশ আছে বলেই বাঙালি মাথা নত করতে জানেনা। নত করেনি কখনও। এত বিপর্যয়, এত শোষণযন্ত্রণা, এত রক্তক্ষয়, এত প্রাণহরণ, এত সম্ভ্রমলুট-তবু এ জাতি হার মানেনি। মাথা নত করেনি কোন অপশক্তির কাছে। বরং গর্জে উঠেছে বারবার। মাথা খাড়া করে এগিয়ে গেছে সকল বাধা-বন্ধন দুপায়ে মাড়িয়ে। আসলেই ‘জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়’।
একুশ এখনও বাঙালিকে পথ দেখায়। বাঙালির একুশে আজ বিশ্ববাসীর মাতৃভাষা দিবস। এ দিনটি বর্ষপরিক্রমায় মা ও মাতৃভাষার প্রতি ভালবাসার উপলব্ধিকে শাণিত করতে বারবার ফিরে আসে। আসবে অনন্তকাল ধরে। পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। যেমনি আজও পালিত হচ্ছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান ভাষাসংগ্রামী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রফিক, শফিক, সালাম, জব্বার ও বরকত সহ স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনরে সকল বীর শহীদকে। পুরো জাতি আর বিশ্ববাসীও এই বীর সন্তানদের পরম শ্রদ্ধায় স্মরণ করছে।
Leave a Reply