নিজস্ব প্রতিবেদক : ‘আজকাল আর আগের মতো করে আমাদের সিনেমা কেউ দেখছেন না। সিনেমা হলের দিকে যাচ্ছেন না। অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে আছে। খুবই শোচনীয় অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে আমাদের চলচ্চিত্র অঙ্গন।’
এই অবস্থার পরিবর্তনে আলোচিত ছবি ‘রাত্রির যাত্রী’ পরিবার দীর্ঘদিন যাবৎ প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘আমার দেশ আমার সিনেমা’ এই শিরোনামে সিনেমা হল মুখী করার প্রত্যয় নিয়ে ‘রাত্রির যাত্রী’র সহযাত্রী বন্ধুদের উদ্যোগে গণসংযোগ শুরু হয়েছে দেশের প্রতিটি জেলা উপজেলায়।
এ প্রসঙ্গে ‘রাত্রীর যাত্রী’র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘আমাদের সিনেমাকে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বাহক সিনেমার প্রতি ভালোবাসার প্রতিদানে হলে গিয়ে ছবি দেখতে হবে সবাইকে। শুধু আমাদের রাত্রির যাত্রীর নয়, আমরা চাইছি দেশের সব ছবির জন্যই যেন মানুষ হল মুখী হয়।’
তিনি আরো জানান, ‘আমরা মূলত দর্শকদের হল মুখী করার উদ্যোগ নিয়েছি। এ জন্য দেশের সকল সংস্কৃতিপ্রেমীর প্রতি আহবান জানিয়ে এবার রাত্রির যাত্রীর পরিবার মাঠে নেমেছেন।’
এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
Leave a Reply