জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো নির্বাচনই সহজ নয়। তাই কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই।
তিনি আরও বলেছেন, ‘আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী।’
শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) সিলেট মহানগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছেন জানিয়ে ড এ কে আব্দুল মোমেন বলেন, এখন সবখানে নির্বাচনী জোয়ার বইছে। তাই উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।
ড এ কে আব্দুল মোমেন মহানগরীর সুবাহানিঘাট-মেন্দিবাগ এলাকায় সকাল ১০টার দিকে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।
সকাল সাড়ে ১০টায় তিনি সুবাহানিঘাট কাঁচাবাজার ও ছালিম ম্যানশনের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ‘নৌকা’র পক্ষে তিনি ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, জাতীয় পার্টি-জেপির সভাপতি ইফতেখার আহমদ লিমন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, অ্যাডভোকেট আফসার আহমেদ, সিসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ শামীম, রুহুল মানিক ছুটন, আকিব হাসান, কবির আহমদ সোহেল প্রমুখ।
এরপর সকাল সাড়ে ১১টায় ড এ কে আব্দুল মোমেন সিলেট মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নির্বাচনী বৈঠকে যোগদান করেন।
সন্ধ্যায় তিনি কুমারগাঁওয়ে সিলেট সদর উপজেলা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আখালিয়াঘাটে জালালাবাদ থানা আওয়ামী যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply