সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোট সিলেটের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
কর্মসুচিতে অংশগ্রহণ করেন সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুবা জেরিন, কুমকুম হাজেরা মারুফা, শারমিন জাহান জুঁই, মরিয়ম জেরিন, আরিফা সুলতানা পপি, ফরিদা নাসরিন, নাসিমা আক্তার কনা, সামিয়া চৌধুরী, সালমা বাছিত, সাজেদা আক্তার, সাবিহা সুলতানা, রেহানা পারভিন রেনু, মাধবী গুণ ও কোহিনুর সুলতানা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিনা বেগম, অ্যাডভোকেট রাসিদা সাঈদা খানম, সৈয়দা সিরিন আক্তার, বনানী দাস ইভা, মাহমুদা বেগম, সন্ধ্যা লক্ষী দেব, জাকিয়া জালাল, ফরিদা বেগম, হাসিনা মহি উদ্দিন ও গীতা দত্ত, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কো অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, টিআইবির এ্যারিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা ও জৈইন্তা ছিন্নমূল সংস্থার নেতৃবৃন্দ।
Leave a Reply