মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রথমবারের মতো জেলা ইজতেমা শুরু হয়েছে। মুসল্লিরা দলে দলে তিন দিনব্যাপী এ আয়োজনে যোগ দিচ্ছেন।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের পাশে জগন্নাথপুর উপশহর মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর ফিলিস্তিন থেকে আগত মেহমান শেখ মোহাম্মদ রিয়াদের আমবয়ানের মধ্য দিয়ে জেলা ইজতেমা শুরু হয়।
তাবলীগ জামাতের এই ইজতেমার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন। নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। মুসল্লিদের জন্য রয়েছে পান, ওজু ও গোসলের জন্যে পর্যাপ্ত পানির ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমা শেষ হবে।
Leave a Reply