সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে সারাদেশে আমদানি-রপ্তানিকারকগণকে আমদানি-রপ্তানি নিবন্ধন ও নবায়ন ফির উপর ভ্যাট একই চালান নম্বরের অনুকূলে জমা দিতে হবে।
সিলেটে আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের এক চিঠিতে একথা জানানো হয়েছে।
চালান কোড নম্বর হলো, ১/১১৩৩/০০৩০/০৩১১। সংশ্লিষ্ট সকলকে আমদানি-রপ্তানি নিবন্ধন ও নবায়ন ফির উপর ভ্যাট এই চালান কোডে জমা দিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply