নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিজয়ী মহাজোট ও আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আব্দুল মোমেনকে সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার রাতে তার বিজয় নিশ্চিত হবার সাথে সাথেই সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে যান।
সোমবার সকালে ড এ কে আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানায় সিলটিভি পরিবার। হাফিজ কমপ্লেক্সে তাকে এই শুভেচ্ছা জানান, সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন, প্রধান সম্পাদক আল আজাদ ও পরিচালক আব্দুল জব্বার জলিল।
এছাড়াও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আটাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিপুল ভোটে বিজয়ী নতুন এই জনপ্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply