সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রথম সহ সভাপতি, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, যাত্রিক ট্রাভেলসের স্বত্বাধিকারী ও সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।
আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের চেয়ারম্যন বিশিষ্ট সাজসেবী আব্দুল জব্বার জলিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি সংস্থার গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু তাহের মো শোয়েব, জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আব্দুল জব্বার জলিল তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরীও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় আব্দুল জব্বার জলিলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আব্দুল জব্বার জলিলকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় এসএমসিসিআই সভাপতি পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
তিনি আব্দুল জব্বার জলিলের সুস্বাস্থ্য এবং সফলতাও কামনা করেছেন।
Leave a Reply