দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আব্দুল জব্বার জলিল প্রচারবিমুখ মানুষ। তিনি নীরবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রথম জাতীয় মানবকল্যাণ পদকে ভূষিত করেছেন। বর্তমান সরকার সত্যিকার অর্থে যারা মানুষের কল্যাণে কাজ করেন তাদেরকে সম্মান ও মর্যাদা যথাযথভাবে দিয়ে যাচ্ছে।
সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় মানবকল্যাণ-২০২০ পদক পাওয়ায় আব্দুল জব্বার জলিলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও ইউপি মেম্বার আইয়ুব হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল জব্বার জলিল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু ও ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জুবের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, প্রবাসী আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউপি মেম্বার ময়নুল ইসলাম, রুমেল আহমদ, নূরুল ইসলাম, অমর চন্দ্র দাশ, মো মুক্তার আলী, মো মোক্তাদির আলী, রুশনা বেগম, আমিনা বেগম, আওয়ামী লীগ নেতা জুনাব আলী, নজির আলী নজই, আব্দুল খালিক, ছানু মিয়া, সাবেক ইউপি মেম্বার সমশ উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা পাপলু আহমদ দুলাল, মঈন আহমদ, কামরান আহমদ ওয়াহিদ প্রমুখ।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply