‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, গীতিকার, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরা কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী একাধারে সাংবাদিক, কলামিস্ট, কবি, গীতিকার ও সুসাহিত্যিক। সিনেমা জগতেও তার অবদান রয়েছে। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন সৎ ও নিষ্ঠাবান। তিনি তার স্মৃতিশক্তি দিয়ে সমাজের ও রাজনীতির নানা প্রসঙ্গ এমনভাবে তুলে আনতেন, যা জীবন্ত হয়ে উঠতো। রাষ্ট্র ও সমাজের অনেক অপ্রিয় সত্য কথা তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই একটি মাত্র গান দিয়েই আব্দুল গাফফার চৌধুরী বেঁচে থাকবেন। তার মতো বহুমাত্রিক প্রতিভার মানুষ কমই দেখতে পাওয়া যায়। তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও প্রবীণ সাংবাদিককে হারালো।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply