সিলেট মহানগরীর মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ নাজিরের মৃত্যুতে সিলেট সিটি করপোশেনের মেয়র আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ আব্দুল ওয়াহিদ নাজির মারা যান।
রবিবার ভোরে তার নিজের বাসায় তিনি অগ্নিদগ্ধ হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শোকবার্তায় মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply