বিশিষ্ট সমাজসেবক সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর নিবাসী আব্দুর রহমান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে মরহুমের পীর মহল্লার নিজ বাসভবনে কোরআনখানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে মরহুমের পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছেলে ক্বারী নজরুল ইসলাম চৌধুরী রুকন।
এদিকে শাহজালাল ইয়ামনী সমাজকল্যাণ সংস্থার অন্যতম উপদেষ্টা আবদুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে মরহুমের বাসভবনে তার কর্মময় জীবন নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আবদুল মান্নান জালালাবাদীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাফিজ মহিউদ্দিন, হাফিজ মুজাম্মিল হুসাইন, মরহুমের ছেলে ইমাম সমিতি দক্ষিণ সুরমা থানা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্বারী নজরুল ইসলাম চৌধুরী রুকন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা ইব্রাহিম আলী ও হাফিজ মোহাম্মদ আলী প্রমুখ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী।
Leave a Reply