জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা শাখার সাবেক সভাপতি জনপ্রিয় শিক্ষক আবু হেনা চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তপক অর্পণ করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় এনডিএফ জেলা শাখা, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা ও আবু হেনা চৌধুরী সুহৃদ সংঘ শাহজালাল (র) দরগা কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে শপথ গ্রহণ করেন।
এনডিএফ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পুর পরিচালনায় শপথ পাঠ করান কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন এনডিএফ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক, সিলেট মহানগর শাখার আহবায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ, জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পরেশ চাকমা, জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো ছাদেক মিয়া, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শমসের আলী ও আবু হেনা চৌধুরীর সহোদর জিয়াউর রহমান শিপার।
Leave a Reply