নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নকে সংগঠনের সাবেক সভাপতি রাধিকা রঞ্জন সরকার উরফে আবু সরকার কলংকিত করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সংগঠনের বর্তমান সভাপতি দিলু মিয়া।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতির পালনকালীন আবু সরকার নানা বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ড দিয়ে সংগঠনটির উপরে কালিমা লেপন করে গেছেন; কিন্তু এখনো তার প্রেতাত্মা পিছু ছাড়েনি।
তিনি বলেন, বর্তমান নেতৃত্ব সংগঠনের সদস্যদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনের নিজস্ব ৬ শতক ভূমিতে চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা, চিকিৎসা ভাতা, আর্থিক সহযোগিতা, বৃদ্ধ ভাতা ও পঙ্গু ভাতা সহ নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে; কিন্তু তাতেও বাঁধা হয়ে দাঁড়িয়েছেন আবু সরকার। তিনি সংগঠনকে ধ্বংস করতে ও উন্নয়ন কাজকে ব্যাহত করতে নানা চক্রান্ত করছেন।
আবু সরকারের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংগঠনের স্বার্থে কাজ করতে সিলেটের ১৫ হাজার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের প্রতি দিলু মিয়া অনুরোধ জানান।
Leave a Reply