সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে এলাকার গরীব দুস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ২৪ মার্চ বিকেলে ২৫ নম্বর ওয়ার্ডের বারখলায় সৈয়দ মঞ্জিলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন সামুমের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সমাজসেবী আবুল হোসেইন মাখনের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বারখলা এলাকার মুরব্বি মো আব্দুল হামিদ (আছলম মিয়া), আবুল হুসাইন সামুম, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন ও আব্দুল মুকিত। এছাড়াও উপস্থিত ছিলেন মুহিন আহমদ, মো শাকিল হোসাইন মনসুর, ফরহাদ আহমদ, মিজানুর রহমান, ফাহিম আহমদ, মারুফ আহমদ, আলী হুসাইন হামযা, ইয়াফি প্রমুখ।
ট্রাস্টের পক্ষ থেকে উপহার হিসেবে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, ছোলা, ডাল, দুধ ও সেমাই এলাকার গরীব ও দুস্থদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply