নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসংগ্রামী, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের প্রতি সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের কফিনে ফুল দিযে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, বর্তমান সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য রায়হান উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ পরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রীর নামাজে জানাজায় নেন।
Leave a Reply