নিজস্ব প্রতিবেদক : সিলেটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে মহানগরীর শিবগঞ্জ সোনাপাড়া এলাকায় কোম্পানির পরিবেশক বকুল মিয়ার কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বিপুল পরিমাণ ধূমপান জাতীয় পণ্যের বিজ্ঞাপণ প্রচারে ব্যবহৃত ছাতা, পোস্টার ও লিফলেট জব্দ করে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে ধংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কর্যালয়ের পেশকার এখলাছুর রহমান, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের অ্যাডভোকেসি কর্মকর্তা মো মিজানুর রহমান, প্রজেক্ট কর্মকর্তা শেফালী বেগম, মিডিয়া কর্মকর্তা মুরাদ বক্স, ফিল্ড কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
Leave a Reply