নিজস্ব প্রতিবেদক : সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ-সারেগ সিলেটে ৩ দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করছে। উদ্দেশ্য চলমান অচলাবস্থা দূরীকরণ এবং আবাসন ব্যবসায় গতি ও ক্রেতা সাধারণের আস্থা ফিরিয়ে আনা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআইর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্যে সারেগ সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন জানান, প্রায় ১৬ বছর যাবত আবাসন ব্যবসা ও ক্রেতাদের সঙ্গে কাজ করছে সংগঠনটি। এ পর্যন্ত দেশে-বিদেশে আবাসন মেলার আয়োজন করেছে ৭ বার। এরই ধারাবাহিকতায় এবারও মেলার আয়োজন করা হয়েছে।
দিলওয়ার হোসাইন জানান, ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আবাসন মেলার উদ্বোধন হবে। এতে অংশগ্রহণ করবে সিলেট ও ঢাকার প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী ও নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রচার ও প্রসারের লক্ষ্যে ৫ দিনব্যাপী চলবে মাইকিং। পাশাপাশি মেলাস্থলে প্রত্যেক স্টল ও প্যাভিলিয়নের পণ্য সম্পর্কে প্রতিদিন প্রচারণা চালানো হবে। এছাড়া মেলায় আসা ক্রেতাদের জন্য প্রতিদিন রাফেল ড্র-তে আকর্ষণীয় পুরস্কারও থাকছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে পড়েছে বিনিয়োগকৃত পুঁজি। হাজার হাজার দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের পথও রুদ্ধ হয়ে যাচ্ছে। অথচ প্রতিনিয়ত মানুষ বাড়ছে। বাড়ছে বাসস্থানের চাহিদা; কিন্তু এই চাহিদা এককভাবে সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়।।
তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগে অচলাবস্থা বিরাজ করছে। ডেভেলপারদের উৎসকর ও আবাসন সামগ্রীর মূল্য অস্বাভাবিক বৃদ্ধি আবাসন শিল্পকে ঠেলে দিয়েছে চরম হুমকির মুখে। এই অচলাবস্থা দূরীকরণ এবং এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান ও ক্রেতা সাধারণের আস্থা ফিরিয়ে আনতে আবাসন মেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সারেগ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক আবুল কাহের শাহিন, আলী আকিক, শাহ আশিকুর রহমান ও তাজুল ইসলাম হাসান।
Leave a Reply