হবিগঞ্জ প্রতিনিধি : নতুন মজুরি নির্ধারণে উৎফুল্ল চা শ্রমিকদের কর্মচাঞ্চল্যে হবিগঞ্জের ২৪টি চা বাগান আবার প্রাণ ফিরে পেয়েছে। সোমবার সকাল থেকেই কাজে বেরিয়ে যান সবাই। পাতা তুলতে শুরু করেন পূর্ণ উদ্যমে। ফলে চা বাগানগুলো চিরচেনা রূপ ধারণ করে।
টানা ১৯ দিনের আন্দোলনের পর চায়ের কচি পাতাগুলো স্পর্শ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক চা শ্রমিক। যেন অনেক কাল দেখা হয়নি একে অপরে। তাই পুনর্মিলন পরম তৃপ্তি এনে নেয়।
ফয়জাবাদ চা বাগানের পঞ্চায়েত সভাপতি দুলাল সাঁওতাল জানালেন, আন্দোলন চলাকালে চা শ্রমিকরা কাজ করতে না পারায় এক ধরনের কষ্টে ছিলেন। কর্মস্থলে ফিরে কাজে ঝাঁপিয়ে পড়েছেন।
ফয়জাবাদ চা বাগানের ব্যাবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ইতোমধ্যে চা বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। তবে সবাই মিলে চেষ্টা করবো, একটু বেশি কাজ করিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে।
Leave a Reply