নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব জালালাবাদ তৃতীয়বারের মতো ঠোঁট কাটা, তালু কাটা এবং আগুনে পোড়া সহ অন্যান্য জটিল বিকলাঙ্গ রোগীদের জন্য প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করছে।
২রা নভেম্বর থেকে ১১ই নভেম্বর মহানগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এই প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আমেরিকার একদল দক্ষ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ বিনামূল্যে এতে চিকিৎসা সেবা প্রদান করেন। এ জন্যে রোগীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। প্রথমদিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বাছাই করা হবে।
প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজনে প্রাক্তন রোটারি জেলা গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে জালালাবাদ রোটারি হাসপাতাল ভবনের পঞ্চম তলায় রোটারি ক্লাব অব জালালাবাদের সভাকক্ষে আহুত সংবাদ সম্মেলন রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী প্লাস্টিক সার্জারি ক্যাম্পের বিভিন্ন দিক তুলে ধরে এতে চিকিৎসাসেবা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি জানান, এর আগে অায়োজিত দুটি প্লাস্টিক সার্জারি ক্যাম্পে যারা চিকিৎসা সেবা নিয়ে সুস্থ-স্বাভাবিক হয়েছেন তাতে সব মিলিয়ে তাদের পরিবারগুলোর প্রায় এক কোটি টাকা সাশ্রয় হয়েছে।
সংবাদ সম্মেলনে রোটারি জেলা গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান মোজাক্কির হোসেন কামালী এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ জিয়াউস শামসও বক্তব্য রাখেন।
Leave a Reply