নিজস্ব প্রতিবেদক : পলাতক আসামিদের প্রেফতার করে আদালতে হাজির না করায় বিজ্ঞান লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসের মৃধা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আগামী ১৬ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য্য করেছেন।
৮ মে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক তিন আসামির বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানা জারি করে আদালত; কিন্তু পরবর্তী তারিখ ২৩ মেও আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়নি। এখনো আসামিরা পলাতক রয়ে গেছে।
মামলায় ছয় অভিযুক্ত হলো, আবুল হোসেন, ফয়সাল আহমদ, হারুণ আর রশিদ, মান্নান ইয়াহইয়া, আবুল খায়ের ও সাফিউর রহমান ফারাবী। এর মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও হারুণ আর রশিদ পলাতক রয়েছে।
Leave a Reply