লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয়বার অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম রনির নেতৃত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের সার্বিক সহযোগিতায় করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সাহায্যকারী দাই সহ হতদরিদ্র ৫০ পরিবারকে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন শুভ, করাব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আহমেদ, ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান রানা, তোফায়েল চৌধুরী, আফজাল মিয়া, সাইফুর রহমান, মোশাররফ হোসেন, আকাশ, তন্ময় কৃষ্ণ চক্রবর্তী, সুজিত সরকার শরৎ ও আকিল আহমেদ।
Leave a Reply