কিশোরদের মেধার পরিস্ফূটন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে বৃহস্পতিবার সিলেট মহানগরীর সুবহানীঘাটে আবাবিল কিশোর ফোরামের উদ্যোগে কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হয় সমাবেশ। এতে তিন শতাধিক কিশোরের জন্য ছিল হামদ-নাত পরিবেশন, কবিতা আবৃত্তি ও বক্তৃতা সহ নানা আয়োজন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ড কবির চৌধুরী।
প্রধান অতিথি বলেন, রাসুলের (সা) আদর্শ পৃথিবীর সর্বোত্তম আদর্শ। নতুন প্রজন্মকে সেই আদর্শ ধারণ করে আলোকিত মানুষ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো কুতবুল আলমের সভাপতিত্বে ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো বিশেষ অতিথি ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেদাউল করীম, ফুলতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নজমূল হুদা খান, স্কুল অব এক্সেলেন্সের ভাইস প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগরী আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি এনাম উদ্দিন আহমদ।
Leave a Reply