হবিগঞ্জ প্রতিনিধি : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচার দাবিতে হবিগঞ্জে বাম গণতান্ত্রিক জোট ও প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার সকালে শহরের টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং ক্ষমতাকেন্দ্রীক সন্ত্রাসী ছাত্ররাজনীতি বন্ধেরও দাবি জানান।
সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্ত্তী, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, অন্যতম নেতা মুজিবুর রহমান ফরিদ, গণজাগরণ মঞ্চের হুমায়ূন খান ও মার্কসবাদী বাসদের সংগঠক শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রফ্রন্টের নেতা বাপ্পন পাল, শেখ আশরাফ রাকিব ও উপমা চক্রবত্তী।
পরে একটি বিক্ষোভ মিছিল টাউন হলের সামনে থেকে বের হয়ে আহসানিয়া মিশন গেইট পর্যন্ত যায়।
Leave a Reply