বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিদেশী শিল্পী এনে উৎসব করেছে। কারণ জনগণের সঙ্গে এই সরকারে কোন সম্পর্ক নেই। তাই বানের পানিতেই ‘অবৈধ’ সরকার ভেসে যাবে।
তিনি আরও বলেছেন, ‘অবৈধ’ সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে, যাতে তিনি জনগণের কাছে যেতে না পারেন।
তাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন এবং সহায়তা দিচ্ছেন বলে তিনি দাবি করেন।
রবিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করতে এসে তিনি এ কথা বলেন।
ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্মসাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু, নায়েবা ইউসুফ ও সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নূরুন নাহার রেজা শিল্পী।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply