জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন চৌধুরী কয়েসের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেটের উদ্যোগে শনিবার বাদ এশা সোবহানিঘাট মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, জকিগঞ্জ একতা ফোরামের সভাপতি আব্দুল মুকিত, পূবালী ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,ইঞ্জিনিয়ার বাহার উদ্দিন চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর ও মহিউদ্দিন মিয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
আফতাব হোসেন চৌধুরী কয়েসের বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply