ক্রীড়াঙ্গন প্রতিবেদক : প্রায় দেড় মাসে কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ হয়েছে। আগামী শুক্রবার ১১০টি দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
গত ১৮ অক্টোবর হাজারো দর্শকের উপস্থিতিতে মহানগরীর জালালাবাদ এলাকার মরিরের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, এর প্রবর্তক সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান। প্রথম রাউন্ডে ২২০টি দল মাঠে নামে।
এদিকে কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনের ৪টি খেলায় জয় পায়, সুনামগঞ্জের ভাটিবাংলা সেভেন প্যানথার, সিলেটের আমরা আমরাইতো ও রংধনু একাদশ এবং নবীগঞ্জের গ্রাউন্ড প্লে ফুটবল।
খেলায় রেফারি ছিলেন, হাসান আলী বাদল। সহকারী রেফারি ছিলেন, সালেহ আহমদ, আব্দুল হাসিম, প্রদীপ রায় ও সালেহ আহমদ। ধারা বিবরণীতে ছিলেন, আফাজ উদ্দিন আহমেদ ও আরিফ আহমদ।
Leave a Reply