ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘ সাধারণ পরিষদে আফগানিস্তানের টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহবান জানিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭১তম অধিবেশনে আফগানিস্তানের পরিস্থিতির উপর বৃহস্পতিবার দেয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহবান জানান।
রাষ্ট্রদূত বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ও উগ্র মৌলবাদীদের অব্যাহত হুমকির বিষয়ে বৈশ্বিক উদ্বেগের সাথে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে।
‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে তিনি বিশেষত নিষিদ্ধ মাদক পাচার রোধে তদারকি, গোয়েন্দা তৎপরতা, তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সবসময়ই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক অধিকতর গভীর ও প্রসারিত রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
প্রতিবেশী দেশ সমূহের সহযোগিতায় আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্র হিসেবে আফগানিস্তানের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
এটি দক্ষিণ এশিয়ার দুই বিলিয়ন মানুষের জন্য উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত করতে ভূমিকা রাখবে বলে তিনি মত দেন।
বাংলাদেশকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে নারীর ক্ষমতায়ন, অনানুষ্ঠানিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, বিচার ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ, যুব উন্নয়ন এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘে সাধারণ পরিষদ এদিন সর্বসম্মতিক্রমে “দি সিচুয়েশান ইন আফগানিস্তান’ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।
Leave a Reply