নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার জুম্মার নামাজের পর মহানগরীর দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান করলেও মিছিলকারীদের কোন বাধা দেয়নি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
তিনি আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অংশ নেয়ার আহবান জানান।
Leave a Reply