হবিগঞ্জ প্রতিনিধি : দৈনিক মজুরি বৃদ্ধির আন্দোলন চাঙা করতে হবিগঞ্জের চা শ্রমিকরা নতুন নতুন পরিকল্পনা করছেন।
ইতোমধ্যে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এতে শংকায় আছেন চা শ্রমিক নেতৃবৃন্দ। তারা আশংকা করছেন, আন্দোলন পথ হারিয়ে ফেলতে পারে। দ্রুত দাবি বাস্তবায়ন করে তাদেরকে কাজে ফিরে যাওয়ার সুযোগ না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আন্দোলন ১৮ দিনে গড়াচ্ছে। এখন পর্যন্ত দাবিতে অনঢ় হবিগঞ্জের ২৪টি চা বাগানের চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিলে কিংবা দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করলেই কেবল বাগানগুলো আবার কর্মচঞ্চল হয়ে উঠতে পারে।
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, চা শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে বিভিন্ন সংগঠন এসে ভিড়তে শুরু করেছে। আশা করা যায়, প্রধানমন্ত্রী অতি দ্রুত বিষয়টি সমাধান করবেন। যদি দেরি হয় তাহলে চা শ্রমিকরা নিরাশ হয়ে বিপথগামী হয়ে যেতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক ফল আসবে।
এদিকে চা শ্রমিকরা বলছেন, কেউ আন্দোলনে ইন্ধন দিচ্ছেনা।
সরকারের শ্রম অধিদপ্তরের কর্মকর্তার অভিযোগকে চা শ্রমিকরা অস্বীকার করে বলছেন, নিজেদের তাগিদেই তারা আন্দোলনে নেমেছেন। যারা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা শুধু মানুষ হিসেবেই বিবেকের তাড়নায় আন্দোলনে আসছেন।
Leave a Reply