সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে ফিরে আসে।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আইনুর আক্তার পান্না, সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক খান মোতাহার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
Leave a Reply