সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জে দুই উপজেলার কিশোরীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের টিপিং পয়েন্ট প্রকল্পের উদ্যোগে জামালগঞ্জ ও দিরাই উপজেলার কিশোরীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।
এক ঘণ্টার খেলায় কোনপক্ষ নির্দিষ্ট সময়ে গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে জামালগঞ্জকে ৩-৫ গোলে পরাজিত করে দিরাই কিশোরী একাদশ জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জামালগঞ্জ কিশোরী একাদশের অধিনায়ক সুমি।
এর আগে ফুলবল প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, সিভিল সার্জন আশুতোষ দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ রশীদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীকে ঘরে মধ্যে বন্দি না করে বাইরে আসার সুযোগ করে দিতে হবে। খেলাধুলার মাধ্যমেও নারীরা যে এগিয়ে যেতে পারে তা বাংলাদেশের ক্রিকেটার সালমারা প্রমাণ করেছে।
Leave a Reply