ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সিলেট ব্যাডমিন্টন একাডেমির সহযোগিতায় আয়োজিত আন্তঃ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে।
এতে স্কুল পর্যায়ে এককে আম্বরখানা বালিকা বিদ্যালয়ের সুমাইয়া চ্যাম্পিয়ন ও অগ্রগামী বালিকা বিদ্যালয়ের মাসরুরা রানার্সআপ, দ্বৈতে আম্বরখানা বালিকা বিদ্যালয়ের সুমাইয়া-ফাহিমা জুটি চ্যাম্পিয়ন ও ব্লুবার্ড স্কুলের ইরা-ইসরাত জুাটি রানার্সআপ এবং কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে এককে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেগুপ্তা কবির চ্যাম্পিয়ন ও আম্বরখানা বালিকা বিদ্যালয়ের সোনালী আক্তার রানার্সআপ হয়।
এছাড়া সিলেট ব্যাডমিন্টন একাডেমি পর্বে এককে পিডিবি স্কুলের ঐশী চ্যাম্পিয়ন ও খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মিথিলা রানার্সআপ এবং দ্বৈতে খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মিথিলা-হিমান্দ্রী জুটি চ্যাম্পিয়ন ও পিডিবি স্কুলের ঐশী-রীচি জুটি রানার্স আপ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম।
মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মঙ্গলবার এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়।
Leave a Reply