জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ইস্টার সানডে উদযাপিত হয়েছে।
জৈন্তাপুর আন্তঃমণ্ডলী খ্রিস্টান কমিটির উদ্যোগে রবিবার বিকালে খাসিয়া সেবা সংঘে যীশুখ্রিস্টের মৃত্যুর ৩দিন পর পুনরুত্থান স্মরণে দিনটি উদযাপন করা হয়।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় যীশুখ্রিস্টের জীবনভিত্তিক আলোচনা। জৈন্তাপুর বিয়াম ডা কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বাবুল নাইয়াংয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ টিএনসির সাবেক কর্মকর্তা অন্দ্রিয় কুমার চিসিমের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর জৈন্তা আদিবাসী কল্যাণ সংস্থার চেয়ারম্যান হেনরি লামিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা সুবল চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডা হিল্লোল সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ লানং, সিরাজুল ইসলাম, নবগঠিত জৈন্তাপুর আন্তমণ্ডলী খ্রিস্টান কমিটির আহবায়ক এন্ড্রু স্মিথ খংলা, যুগ্ম আহবায়ক ক্লেমেন্ট চিশিম (বর্ষা), জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, আন্তমণ্ডলী খ্রিস্টান কমিটির সদস্য সচিন খার্জিয়েম, শংকর খইরম, মাইকেল শর্পু, নমিতা নাইয়াং, অর্চনা ডিখার প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন সুমন থংসন।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply