আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে যাচ্ছে। অনেক মেগাপ্রকল্প বাস্তবায়ন হয়েছে-হচ্ছে দেশে। এর সুফল ভোগ করছেন দেশের মানুষ। দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘নৌকা’র জন্য কাজ করতে হবে।
শুক্রবার, ১৯ মে সন্ধ্যায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সেন্টার কমিটির (দক্ষিণাঞ্চল) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এতে জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, গত ১০ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর মন সবসময় উদার। তাই তিনি কোন কার্পণ্য করেননি; কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই টাকার সদ্ব্যবহার না হওয়ায় সিলেটবাসীর দুঃখ ঘুচেনি। সেজন্য দায়ী কে সবাই তা জানেন।
তিনি বলেন, ‘এখন সময় এসেছে সেই দুঃখের অবসান ঘটনোর। প্রধানমন্ত্রী আপনাদের জন্য একজন দারুণ উন্নয়নপ্রেমী নেতাকে মনোনয়ন দিয়েছেন। আপনারা তার জন্য কাজ করুন। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হলে সিলেট মহানগরবাসীর দুঃখের অবসান হবে ইনশাল্লাহ।’
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে এখন অনেকে প্রার্থী হতে ভয় পাচ্ছেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেষ হাসিনার প্রতি আস্থা রেখে সিলেটের উন্নয়নকে এগিয়ে নিতে ভোট দিয়ে ‘নৌকা’কে বিজয়ী করবেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আবু জাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মহানগর সদস্য জুমাদিন আহমদ, ইমরুল হাসান, খলিল আহমদ, তাহসিন আহমদ তাকু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, সিআইপি আব্দুর রহিম, আব্দুল হাসিব মামুন, ১২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মানিক মিয়া, ২৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম, ২৬ নম্বর ওয়ার্ডের পক্ষে তৌফিক বক্স লিপন, ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি ছয়েফ খান, ২৮ নম্বর ওয়ার্ড যুগ্মআহ্বায়ক জাবেদ আহমদ, ২৯ নম্বর ওয়ার্ডের পক্ষে তাহসিন আহমদ দিপ, ৩০ নম্বর ওয়ার্ডের পক্ষে ফজলুল করিম হেলাল, ৪০ নম্বর ওয়ার্ডের পক্ষে লয়েছ হাসান, ৪১ নম্বর ওয়ার্ডের পক্ষে আকতার হোসেন ও ৪২ নম্বর ওয়ার্ডের পক্ষে জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply