নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজধানী সিলেট আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো একজন সৎ, যোগ্য ও উন্নত বিশ্বের নগরজীবন সম্পর্কে অভিজ্ঞ মেয়র পাওয়ায় অনেকদূর এগিয়ে যাবে।
তিনি আশ্বস্ত করেছেন, সাধারণ মানুষের কল্যাণে সিসিকের গৃহীত কোনো প্রকল্প আটকে থাকবেনা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে অনুমোদনে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন।
সিলেট সিটি করপোরেশনের মাধ্যমে মহানগরীর সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা করবেন বলেও এম এ মান্নান নিশ্চিত করেন।
পরিকল্পনা মন্ত্রী জানান, সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের কাজ শুরু হয়েছে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত হবে। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ হবে মৌলভীবাজারে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সারাদেশের সুষম উন্নয়ন চান।
বুধবার, ৮ নভেম্বর সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতির সামনে কঠিন পরীক্ষা। এতে উত্তীর্ণ হতে সঠিক পথ বেছে নিতে হবে। ক্ষমতার লোভে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ব্যক্তিগত প্রতিহিংসায় কিছু মানুষ যেসব অপতৎপরতা চালাচ্ছে তা কতটা উচিত বা অনুচিত তা জনগণকেই নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, আগে উন্নয়ন পরিকল্পনায় দেশের ৮০ হাজার গ্রাম অন্তর্ভুক্ত ছিলনা। শেখ হাসিনাই প্রথম গ্রামের উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। ঘোষণা করেন, গ্রাম হবে শহর। গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য কমিনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধও দিচ্ছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড আবু নাসের জাফর উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে যাচ্ছেন। তিনি আমাদের অভিভাবক। সিলেটের উন্নয়নে তার সহযোগিতার হাত অবশ্যই আরও প্রসারিত হবে-এ বিশ্বাস আমরা রাখি।’
সিসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ সংবর্ধিত অতিথিকে মানপত্র, ফুল ও সম্মাননা স্মারক দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনীন আশা।
Leave a Reply