নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ। প্রার্থী, কর্মী ও সমর্থকরা এখন ব্যস্ত ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ আর ভোটারদেরকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার কাজে। কারণ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
অন্যদিকে শুক্রবার সকাল ৮টা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বন্ধ হবার পর সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বেড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বৃদ্ধি করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর। তবে মহানগরীতে লোক ও যান চলাচল ইতোমধ্যে অনেকটা সীমিত হয়ে গেছে।
নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্বে থাকা সেনা সদস্যরা দুপুরে শাহজালাল উপশহর এলাকায় চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। সিলেটের ৬টি আসনেই সেনাবাহিনীর টহল চলছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নও অস্থায়ী চৌকি বসিয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে। র্যাব গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Leave a Reply