হবিগঞ্জ প্রতিনিধি : ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদ মিলায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা আনসার ভিডিপি কমান্ড্যাট সাইফুল উল্লাহ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাডভোকেট আবু জাহির বলেন, পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্যরা দেশের সকল ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এজন্য সরকার আনসার ভিডিপিকে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে।
সমাবেশে ৩শ আনসার ভিডিপির সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশেষ অবদান রাখায় দলনেতাদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা তুলে দেয়া হয়।
Leave a Reply