সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি ৩৫তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪শে সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, শাহপরান সরকারি কলেজ ও সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বৃত্তি পরীক্ষায় নিবন্ধিত ছাত্রছাত্রীদের প্রবেশপত্র প্রত্যেক বিদ্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। ছাত্রছাত্রীদের নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
বৃত্তি পরীক্ষা সফলের লক্ষ্যে রবিবার রাতে বরইকান্দিস্থ নিজস্ব কার্যালয়ে আনন্দ খেলাঘর আসর ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি এক যৌথসভার আয়োজন করে।
বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাবের সভাপতিত্বে ও আনন্দ খেলঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছের পরিচালনায় এতে আলোচনা করেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, বৃত্তি পরিচালনা কমিটির সচিব ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন আহমদ খোকন, বৃত্তি পরীক্ষার সহকারী নিয়ন্ত্রক সফির আহমদ কামাল, সংগঠক ইঞ্জিনিয়ার ছয়ফুল ইসলাম শেফুল, রাসেল আহমদ, সজিব আহমদ বিজয় প্রমুখ।
Leave a Reply