সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তিতে শনিবারের আনন্দ উৎসব ও ৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্তদিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক গোলাম আরিফ ও সদস্য সচিব নোমানুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ ও ফয়জুন নূর, জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক নূর হোসেন ও শামীম আহমদ।
Leave a Reply