নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটকে আধ্যাত্মিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার বিকেলে মহানগরীর আম্বরখানায় সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
পরে আম্বরখানা এলাকায় নেতবৃন্দ গণসংযোগ করেন।
Leave a Reply