কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো মোশাররফ হোসেন খান বলেছেন, দেশের প্রতিটি জনপদের পতিত জমিকে কাজে লাগাতে কৃষকদের উৎসাহিত করতে হবে। কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। বিশেষ করে সিলেট অঞ্চলের পতিত জমির সঠিক ব্যবহার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে কৃষি তথ্য সার্ভিসের কার্যপরিধি বাড়াতে হবে।
বুধবার কৃষি তথ্য সার্ভিস, সিলেটের সম্মেলন কক্ষে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট আয়োজিত ‘আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ’ শীর্ষক দু’দিন ব্যাপী কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র-এআইসিসির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কৃষির উন্নয়নে সংশ্লিষ্টদের যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের প্রশিক্ষিত করে তুলতে হবে। কৃষি তথ্য সার্ভিস একটি এলাকার কৃষি উন্নয়ন ও সম্ভাবনার চিত্র শুধু কৃষকদের মধ্যে নয়-সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। তাই এর মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অতিরিক্ত পরিচালক দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এআইসিসি সদস্যদের কাজ করার আহবান জানান।
কৃষি তথ্য সার্ভিস সিলেট অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ ড কাজী মোহাম্মদ মজিবুর রহমান।
প্রশিক্ষণে সিলেট বিভাগের ১৩টি উপজেলার এআইসিসির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply