নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সচেতন নাগরিক কমিটি-সনাক, সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-একডোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড ফয়সল আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড আবদুল গনি। সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক কৃত্বিবাস পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সনাক সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও একডোর নির্বাহী পরিচালক লক্ষী কান্ত সিংহ।
Leave a Reply