নিজস্ব প্রতিবেদক : আদালতে কোন সাক্ষী হাজির না হওয়ায় সিলেটে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।
বুধবার সকাল ১১টায় বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল; কিন্তু একজন সাক্ষীও আদালতে হাজির হননি। এছাড়া হরকাতুল জিহাদ-হুজি নেতা মুফতি হান্নান সহ কারাগারে থাকা ১২ আসামিও অনুপস্থিত ছিলেন।
অবশ্য সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউস সহ জামিনে থাকা ১২ আসামি আদালতে হাজির ছিলেন।
এই মামলায় সাক্ষী ১৭১ জন। এর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানিয়েছেন। তার আশা বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে নির্ধারিত সাক্ষীরা আদালতে হাজির হবেন।
২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও তখনকার সংসদ সদস্য শাহ এএমএস কিবরিয়া সহ ৫ জন মারা যান।
Leave a Reply