প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষায় দেশ অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়েছে। তাই দেশে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেছেন, সারাদেশে প্রায় ১৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য। আদালতের নিষেধাজ্ঞার কারণে কোন ধরনের শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে না। তবে আশা করছি, বিষয়টির দ্রুত সুরাহা হয়ে যাবে। এর পরপরই সরকার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
বুধবার সিলেটের জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৩তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, এক সময় নিয়োগের ক্ষেত্রে সিলেটের কোটা পূরণ হতো না। অন্য জায়গা থেকে এনে শিক্ষক নিয়োগ দেয়া হতো; কিন্তু সিলেটবাসী এই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে এবং সুব্রকান্তি দাস চন্দন ও খায়রুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সেলিম উদ্দিন ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড আহমদ আল কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কলার্স হোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব) জুবায়ের সিদ্দিকী, ড কবীর চৌধুরী, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ পরিচালক তাহমিনা খাতুন, পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, কলামিস্ট আফতাব চৌধুরী, জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রফিজ মিয়া, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, সাজ্জাদ মজুমদার বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী খাদিজা আক্তার ও মাইশা মনোয়ারা আশফা।
এ বছর মাধ্যমিকে ৩০৫ জন ও প্রাথমিকে ৩৩৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
Leave a Reply