আদালতের নির্দেশে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দীনপুর গ্রামের একটি সরকারি রাস্তা জবরদখল মুক্ত হয়েছে।
একটি প্রভাবশালী গোষ্ঠী সরকারি রাস্তার উপর পাকা দেয়াল তুলে ও নানা রকম বৃক্ষ রোপণ করে জনসাধারণের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
তবে বিজ্ঞ আদালতের নির্দেশে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন এবং পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি রাস্তাটি অবৈধ দখলমুক্ত করে।
অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিছুর রহমান।
প্রতিবন্ধকতা অপসারণের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল জলিল খোকন ও অ্যাডভোকেট তাপস কান্তি ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফারুক আহমদ চৌধুরী।
Leave a Reply