নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ার আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানের একমাস পার হয়েছে।
এই সময়ের মধ্যে আতিয়া মহলে জঙ্গি তৎপরতা ও পার্শ্ববর্তী স্থানে বোমা বিস্ফোরণে র্যাবের এক ও পুলিশের দুই কর্মকর্তা এবং ছাত্রলীগের দুই কর্মী সহ ৭ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার কোন অগ্রগতি হয়নি।
২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়। এতে অংশ নেয় পুলিশ, সোয়াত, র্যাব ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইটের সময় নিহত হয় একনারী সহ চার জঙ্গি। পরে র্যাব ক্লিয়ার আতিয়া মহল অভিযান পরিচালনা করে।
আতিয়া মহলে জঙ্গি তৎপরতার ব্যাপারে ও পার্শ্ববর্তী স্থানে বোমা হামলার ব্যাপারে মোগলাবাজার থানায় দুইটি মামলা দায়ের করা হয়। বাদি হয় পুলিশ। আসামি করা হয় অজ্ঞাতনামাদের; কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply