নিজস্ব প্রতিবেদক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলের ঘটনায় পুলিশের দায়েরকৃত দুটি মামলার সংক্রান্ত মামলার তদন্ত শুরু করেছে।
সোমবার সকালে পিবিআইর তদন্ত দল দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় অবস্থিত এই পাঁচতলা ভবনটি পরিদর্শন করে।
আতিয়া মহলে ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সেনা বাহিনীর প্যারা কমান্ডোদের অভিযান টোয়াইলাইটে এক নারী সহ ৪ জঙ্গি নিহত হয়।
অন্যদিকে জঙ্গিদের বোমা হামলায় প্রাণ হারান র্যাবের এক ও পুলিশের দুুই কর্মকর্তা, ছাত্রলীগের দুই কর্মী ও দুই ব্যবসায়ী। মহানগর পুলিশের মোগলাবাজার থানার পুলিশ এ ব্যাপারে দুটি মামলা দায়ের করে।
এ দুটি মামলার তদন্তকাজে পরিদর্শন শেষে পিবিআইর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করতে দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দেয়া হবে।
Leave a Reply