সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনী উদযাপন পরিষদ কর্মকর্তারা জানান, উৎসবে অংশ নেওয়ার জন্য ৬০০ প্রাক্তন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।
উৎসবকে রঙিন ও সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফরাস উদ্দিন। আয়োজনে থাকছে, প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠান, উদযাপন লোগো সম্বলিত উপহার সামগ্রী বিতরণ, শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং দ্বিতীয় দিন ড্রিমলেন্ড পার্কে আলোচনা সভা ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply